আধুনিক কৃষি ব্যবস্থা মেরে ফেলছে কোটি কোটি পাখিকে

গত কয়েক বছরে পৃথিবী থেকে হারিয়ে গেছে কয়েক কোটি পাখি। বহু প্রজাতির পাখি বিশ্ব থেকে চিরতরে হারিয়ে গেছে। কিন্তু কেন এই বিপর্যয়? প্রাথমিক ভাবে ধারণা হয়েছিল পরিবেশ দুষণ এর প্রধান কারণ। কিন্তু সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এক আশ্চর্য তথ্য। ফরাসী পরিবেশ বিজ্ঞানী স্ট্যানিসলাস রিগালের নেতৃত্বে একদল গবেষক ইউরোপের ২৮টি দেশের ওপর গবেষণা চালিয়েছেন।এজন্য তারা এসব দেশের ২২ হাজার পাখির কলোনিতে ঘুরে ১৭০টি প্রজাতির পাখির ওপর গবেষণা চালিয়েছেন। তাঁরা দেখেছেন, পাখি নিধনের মূল কারণ আসলে আধুনিক কৃষিব্যবস্থা। বিশেষ করে কীটনাশক, কৃত্রিমসার ও আগছানাশক পাখির জন্য হুমকি হয়ে উঠেছে। গবেষণায় দেখা গেছে দানা শস্যে ও ফলের সঙ্গে প্রচুর বিষ ঢুকে পড়ছে পাখির পাকস্থলিতে। এভাবেই মারা যাচ্ছে কোটি কোটি পাখি।

 

পরিবেশবিদ ও পাখিপ্রেমীরা শঙ্কিত এই বিষয়ে। গত কয়েক বছর ধরেই আধুনিক কৃষিব্যবস্থার কারণে নিধন হচ্ছিল পাখিরা। গত চার বছরে প্রায় সাড়ে পাঁচ কোটি পাখি নিধন হয়েছে শুধু ইউরোপ থেকেই। সারা বিশ্বে এ সংখ্যাটা কেমন হবে ভাবা যায়! এতদিন মনে করা হত, বাসস্থান সংকোচন ও দূষিত পরিবেশকেই মূল কারণ। কিন্তু সে ধারণা বদালানোর বোধহয় সময় এসেছে। এই মুহূর্তে এই নিয়ে ব্যাপক আন্দোলনে নামতে চলেছে পাখিপ্রেমী বিভিন্ন সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *