আমাজনের গভীর জঙ্গলে পাথরের উপর আদিবাসীদের আঁকা ছবি আবিষ্কার – ভূগোলের নতুন তথ্য

বাস্তবিক সেটা ছিল বরফ যুগ। আর সেই সময় আমাজনের গভীরে একাধিক পাহাড়ে বসবাস করতেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তখন ওই জঙ্গলের রূপ যে বর্তমানের মতো ভয়াবহ ছিল না তা অনুমেয়। সেখানেই প্রায় ৮/৯ মাইল জুড়ে পাহাড়ের উপর সদ্য আবিষ্কৃত হয়েছে প্রচুর ছবি। বিজ্ঞানীদের অনুমান বরফ যুগে ওইসব ছবি আঁকা হয়েছিল। পাথরের দেয়ালে খোদাই করা ছবিগুলো মূলত বরফ যুগের বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণীর। আমাজন বনের কলম্বিয়া অংশে তিনটি শিলা পাহাড়ে প্রায় আট মাইল এলাকাজুড়ে এসব ছবি আঁকা হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মার্ক রবিনসন বলেন, কলম্বিয়ার আমাজনের উত্তর প্রান্তে সিরানিয়া লা লিন্দোসা প্রত্নতাত্ত্বিক সাইটে পাওয়া ছবিগুলো সত্যিই অবিশ্বাস্য। এসব ছবি আমাজনের পশ্চিম অংশে বসবাস করা আদিবাসীরা এঁকেছেন। আদিবাসীরা সম্ভবত ১২ হাজার ৬০০ বছর থেকে ১১ হাজার ৮০০ আগে এ অঞ্চলে বসবাস করতেন। তখন সর্বশেষ বরফ যুগ চলছিল।

 

সেই ছবিগুলি পর্যবেক্ষণ করে বিজ্ঞানী মার্ক রবিনশন জানিয়েছেন, বরফ যুগের হাতে আঁকা ছবিগুলোতে বিভিন্ন হাতের ছাপ, জ্যামিতিক নকশা ও ছোট আকৃতির হরিণ, বাদুড়, বানর, কচ্ছপ, সাপ ও শজারুর ছবি পাওয়া গেছে। উট আর ঘোড়াসহ তিন পায়ের খুরযুক্ত অচেনা স্তন্যপায়ী প্রাণীর ছবিও আছে সেখানে। ছবিগুলোতে শিকারের দৃশ্যসহ তখনকার মানুষের প্রাণবন্ত জীবনের দৃশ্যও তুলে ধরা হয়েছে। আমাদের কাছে বিভিন্ন ছবি বেশ অবিশ্বাস্য লাগছে।” এর থেকেই ভৌগোলকদের অনুমান, ওই এমন অনেক বিচিত্র প্রাণী ও উদ্ভিদ ছিল যা কালের গর্ভে বিলুপ্ত হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *