কামারহাটিতে চলেছে মধ্যযুগীয় আরাজকতা – মদন মিত্র

 

এটা খুবই চিন্তার বিষয়, যখন কোনো একটা অঞ্চলের বিধায়ক সেই অঞ্চল সম্পর্কে এমন মন্তব্য করেন! শুধু বিধনসভা নয়, কামারহাটি পৌরসভাও তৃণমূলের দেখলে। নিজের দলের থাকা পুরসভার বিরুদ্ধেই বিস্ফোরক মদন মিত্র। এলাকায় আবর্জনা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মধ্যযুগীয় অরাজকতার কথা টেনে আনলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক। পুর পরিষেবা শিকেয় উঠেছে বলে তোপ দাগলেন। শুধু এখানেই থামলেন না কামারহাটির বিধায়ক। পুকুর বুজিয়ে বাড়ি ও অবৈধ বহুতল হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ করলেন। অবৈধ বহুতলের অভিযোগ স্বীকার করলেন পুর চেয়ারম্যান। দিলেন সাফাইও। মদন মিত্র মঙ্গলবার বলেন, “সারা কামারহাটিতে চলাফেরার আর জায়গা নেই। আবর্জনায় ভরে গিয়েছে। আবার পুকুর বুজিয়ে বাড়ি হচ্ছে। অবৈধ বহুতল হচ্ছে। রোজ অভিযোগ আসছে। এ আর পোষাচ্ছে না।” অবশ্য এই বিষয়টি কিছুটা এড়িয়ে গেছেন সাংসদ সৌগত রায়।

এবারের লোকসভা নির্বাচনে কামারহাটি চেয়ারম্যানের ওয়ার্ড সহ বেশ কয়েকটি আসনে সৌগত রায় অনেকটা পিছিয়ে। মদন মিত্র বলেন, এর প্রধান কারণ দুর্নীতি আর পরিষেবার অভাব। বিধায়কের অভিযোগ নিয়ে সাফাই দিলেন কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। আবর্জনা জমে থাকা নিয়ে পুর চেয়ারম্যান বলেন, “বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য কর্মী রয়েছেন। গাড়ি রয়েছে। ফলে আবর্জনা জমার কথা নয়। কিন্তু, বিধায়ক যখন বলেছেন কাউন্সিলরদের সঙ্গে কথা বলব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *