কোচবিহার:- চলন্ত গাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার ঘটনাটি ঘটেছে ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত সতীশের হাট এলাকায়। স্থানীয় ও যাত্রীরা জানান এদিন নবদ্বীপ থেকে কোচবিহারে আশা একটি বেসরকারি বাসে ফালাকাটা থেকে কয়েকজন যাত্রী সেজে গাড়িতে ওঠে। তাদের মুখ ঢাকা ছিল। এরপরেই ঘোকসাডাঙ্গা পাড় হতেই সতীশের হাট এলাকায় হঠাৎ তারা কয়েকজন হাতে বন্দুক গাড়ির ভিতরে থাকা দুটি পার্সেল নেবার চেষ্টা করে। সেই সময় চালক গাড়ি থামাতে না চাইলে সেই চালকে মারধর করে এবং গুলি চালায় বলে অভিযোগ। পরবর্তী গাড়ি থামিয়ে তারা গাড়িতে থাকা সেই পার্সেল গুলো নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। এবং ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ জেলার পুলিশ আধিকারিকেরা। তবে ওই পার্সেল গুলোতে কি ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। একই সঙ্গে দূরপাল্লার গাড়িতে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় আহত চালক বর্তমানে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনা স্থলে আসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *