মুখ্যমন্ত্রীর এক ধমকে ঘুম ভেঙেছে লাল বাজারের

বৃহস্পতিবার নবান্নের এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কোলকাতার জমি দখল হয়ে যাচ্ছে। পৌরসভা ও পুলিশ নীরব। এর পড়ে আর কি করে লাল বাজার ঘুমিয়ে থাকে! এরপরই ডিসিদের নিয়ে বৈঠকে জমি দখল নিয়ে কড়া মনোভাব ও পদক্ষেপ করার নির্দেশ লালবাজারের। বেআইনিভাবে জমি দখলের অভিযোগ পেলেই এফআইআর। জমি দখলের অভিযোগ এলেই খতিয়ে দেখে দখলদারের বিরুদ্ধে এফআইআর করতে হবে। চূড়ান্ত তৎপর হয়ে ওঠে লাল বাজার। তবে প্রশ্ন উঠেছে, জমি দখল তো আর বিনা পয়সায় হয় নি। এর মধ্যে কয়েক লক্ষ টাকার খেলা হয়েছে। সেই ব্যাপারে কি হবে?

লাল বাজার থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত অবৈধ জমি দেখলের তালিকা তৈরী করতে হবে। একইসঙ্গে এখনও পর্যন্ত কোনও জমি দখলের অভিযোগ এসে থাকলে তাও যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগকারীর কাগজ বা নথিপত্র মিলিয়ে দেখতে হবে বলেও বলা হয়েছে। খবরে প্রকাশ,ইতিমধ্যেই জবরদখল ঠেকাতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে ফেলেছে রাজ্য সরকার। কমিটিতে মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, বিনীত গোয়েলদের মতো রাজ্য সরকারের শীর্ষ আমলা রয়েছেন বলে খবর। এখন দেখার পুলিশ ও পৌরসভা কিভাবে জমি দখলমুক্ত করে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *