স্ত্রীর নির্যাতনে স্বামী পলাতক – পুলিশের হাতে ধরা পড়ে কাতর উক্তি – ওই স্ত্রীর কাছে আর পাঠাবেন না

পুরুষ শাসিত সমাজে নারীরাই পুরুষের হাতে বেশি নির্যাতন সহ্য করে এতে সন্দেহ নেই। কিন্তু এর বিপরীত ছবিটাও আছে। সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গেলো বেঙ্গালুরুতে। উত্তর বেঙ্গালুরুর বাসিন্দা এক ব্যক্তি গত ৪ আগস্ট হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। ঘটনার পর পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্ত্রী। দাবি করা হয়, বাড়ি থেকে এটিএমে টাকা তুলতে গিয়ে আর তিনি ফেরেননি। সোশাল মিডিয়াতেও এই বিষয়ে সরব হন তিনি। এর পর শুরু হয় তল্লাশি অভিযান। এর পর নয়ডা থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। এর পরই জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, স্ত্রীর দ্বারা নির্যাতিত হয়ে বাড়ি থেকে পালিয়েছেন তিনি। জানা যায়, তার স্ত্রীর আগে বিয়ে হয়েছিল। আগের পক্ষের একটি ১২ বছরের মেয়ে আছে।

তিনি বলেন, বিয়ের কিছুদিন পরেই তার স্ত্রীর আসল রূপ সামনে আসে। ক্রমাগত তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে। তিনি স্ত্রীর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই পালিয়ে গিয়েছিল। কিন্তু কাতর হয়ে পুলিশকে বলেন, “আমাকে জেলে ঢুকিয়ে দিন, কিন্তু ওই স্ত্রীর কাছে আর পাঠাবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *