প্রায় তিন মাস পরে আজ নবান্নে বসতে চলেছে মন্ত্রীসভার বৈঠক

গত সোমবার ও মঙ্গলবার মুখ্যমন্ত্রী দুটি বড়ো প্রশাসনিক বৈঠক করেছেন। কাজের গাফিলতির জন্য মন্ত্রী, নেতা,আমলা ও পৌরসভার প্রধানদের যথেষ্ট তিরস্কার করেছেন। আর আজকে বেলা ৩টের সময় মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন। পার্থ ভৌমিক মন্ত্রী ছিলেন, কিন্তু এখন তিনি সাংসদ। ফলে তাঁকে ছাড়াই বৈঠক হবে। এই বৈঠকে বিভিন্ন সেক্রেটারিদের থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার এই বৈঠকের পর বিধানসভায় বাদল অধিবেশন শুরুর একটা সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যাতে গতি আসে সেই কারণে উদ্যোগী রাজ্য প্রশাসন। নতুন কোনও প্রকল্প নিয়ে এদিনের মন্ত্রিসভার বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, সেই দিকে রয়েছে সব নজর। অনেকেরই ধারণা এই সভায় মমতা নতুন কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন। লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্যর পরে নতুন করে কাজে ঝাঁপিয়ে পরার নির্দেশ দেবেন মন্ত্রীদের। ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

 

এবার ভোট মিটতেই প্রশাসনিক কাজ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে যাতে গতি আসে তা নিয়ে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এপ্রিল মাস থেকেই রাজ্যের সরকারি কর্মীদের চার শতাংশ বর্ধিত ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের অ্যাকাউন্টে সেই এক মাসের চার শতাংশ বর্ধিত ডিএ ঢুকতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের ফলে খুশি রাজ্যের সরকারি কর্মীরা। মন্ত্রীদের কাজের আগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। যে সমস্ত দপ্তরে কাজের ত্রুটি আছে, তাদের প্রতি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নিশ্চই তাদের প্রতি মমতা উস্মা প্রকাশ করবেন। বিশেষ করে খোদ কোলকাতার একাধিক রাস্তা এখনও কাঁচা। এই বিষয় নিয়ে ফিরহাদ হাকিমকে একহাত নিতে পারেন বলেই অনেকে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *