আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সেন্ট লুসিয়ার স্টেডিয়ামে নামবে রোহিতরা। ইতিমধ্যেই সেমিফাইনালের পথে পা বাড়িয়ে আছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতলে যে সমস্ত অঙ্ক মিলে যাবে তা নয়, গত বিশ্বকাপের ফাইনালে হারের ‘বদলা’ও নেওয়া যাবে।

কিন্তু সেই স্বপ্নে জল ঢালতে পারে বৃষ্টি! রিপোর্ট অনুযায়ী সেখানে প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ভারী বৃষ্টিও হতে পারে। আর সেই সময়ই বল গড়ানোর কথা ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের। স্টেডিয়ামের জলনিকাশি ব্যবস্থাও খুব একটা ভালো নয়।

রবিবার অজিদের হারিয়ে লিগের অঙ্ক জমিয়ে দিয়েছে আফগানিস্তান। ভারত তো বটেই, খাতায়-কলমে সব দলের কাছেই রয়েছে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। ২ ম্যাচের দুটোই জিতে এই মুহূর্তে সেমির দৌড়ে সবচেয়ে এগিয়ে ভারতই। ২ ম্যাচে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। নেট রান রেট +২.৪২৫। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলে গ্রুপের প্রথম দল হিসাবে সেমিতে যাবে ভারত। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ১ পয়েন্ট পাবে দুদলই। সেক্ষেত্রে পাঁচ পয়েন্ট নিয়ে সহজেই সেমিফাইনালে উঠে যাবে টিম ইন্ডিয়া। বৃষ্টি কোনও বাধাই তৈরি করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *