প্রচুর পরিমান রুপো ও সোনার গয়না ও ৪ লক্ষাধিক নগদ টাকা সহ গ্রেপ্তার এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত ৩ টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার গেয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিস ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। পাঞ্জিপাড়া বাজার এলাকা হাতে দু’টি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিল। সেসময় পুলিস তাকে আটক করে। ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিস দেখতে পায় তাতে প্রচুর পরিমানে রুপো ও সোনার অলঙ্কার এবং নগদ টাকা আছে। জিজ্ঞাসাবাদে অলঙ্কারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এতে পুলিস তাকে গ্রেপ্তার করে।
পুলিস জানায়, ধৃত অরুণ দে, হুগলি জেলার সেরামপুর থানার বাদ্যাবাটির তেলিপাড়া লেনের বাসিন্দা। ধৃত ব্যাক্তি পুলিসের কাছে স্বীকার করেছে যে সে অলঙ্কারগুলি কলকাতার রাজারহাট থেকে বেআইনিভাবে সংগ্রহ করেছিল এবং পাচার করেছিল।
ধৃতের কাছ থেকে জব্দ করা রুপোর অলঙ্কারের ওজন ৬. ১৫৩ কেজি এবং জব্দ করা সোনার অলঙ্কারের ওজন ৭০.৬৩০ গ্রাম। নগদ ৪ লক্ষ ১৯ হাজার ৪০০ টাকা উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *