দেশে গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ২ হাজার ৭৬৭ জন। পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় রবিবার ‘মন কি বাত’ কর্মসূচি থেকে দেশবাসীর জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা নিয়ে কোনও ভুয়ো তথ্য থেকে দূরে থাকার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এদিন বেলা ১১টার সময় ‘মন কি বাত’ রেডিয়ো অনুষ্ঠান শুরু করেন মোদী। এর আগে শেষবারের মতো ২৮ মার্চ ‘মন কি বাত’ করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের দৈনিক সংক্রমণ যখন ৩ লাখের উপরে তখন করোনা নিয়ে দেশবাসীকে বিশেষ বার্তা দেবেন মোদী, মনে করা হচ্ছিল এমনটাই।

স্বাস্থ্য কর্মীদের নিয়ে মোদী: এদিন নিজের বক্তব্যের শুরুতেই তিনি বলেন, করোনা ভাইরাসের প্রথম ঢেউ সফল ভাবেই সামলাতে পেরেছিল দেশ। কিন্তু দ্বিতীয় ঢেউ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। করোনা ভাইরাস আমাদের সকলের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে। এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়। ‘ভুয়ো তথ্যে কান দেবেন না’: এরপরেই মোদী বলেন, ‘করোনা সম্পর্কে ভুল তথ্য গ্রহণ করবে না। ভরসাযোগ্য সূত্র থেকেই খবর সংগ্রহ করুন।’ এদিন রাজ্য সরকার গুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বললেন মোদী। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার গুলিকে সব ধরনের সহায়তা করবে কেন্দ্র।’

করোনা নিয়ে কোনও ভুয়ো তথ্য থেকে দূরে থাকার জন্য আবেদন জানালেন নরেন্দ্র মোদি

অনান্য খবর- রসিকবিল হয়ে আলিপুরদুয়ার ও কোচবিহার যাওয়ার রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তি

“জিতি” ভুটান পাদদেশের এক ডুয়ার্সের অনবদ্য অফবিট গন্তব্য ! জানুন

টিকা নিয়ে মোদী: ‘আমি সাধাণ মানুষের কাছে অনুরোধ করছি টিকা নিয়ে কোনও গুজবে কান দেবেন না। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যকে বিনামূল্য টিকা দিচ্ছে। ৪৫ ঊর্ধ্ব প্রত্যেকেই এর ফলে উপকৃত হচ্ছেন। ১ মে থেকে ১৮ ঊর্ধ্ব প্রত্যেককে টিকা দেওয়া হবে। ‘সুস্থতাও বাড়ছে’: এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আক্রান্তের সংখ্যা বাড়ার পাশা পাশি সুস্থও হয়ে উঠছে বহু মানুষ। এই মুহূর্তে করোনা মহামারীকে হারিয়ে তোলা আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।’

‘কর্পোরেট সেক্টর গুলির উদ্দেশে বিশেষ বার্তা’: প্রধানমন্ত্রী জানান, ‘কর্পোরেট সেক্টরগুলিও টিকা করণ কর্ম সূচিতে অংশ নিতে পারে। তাদের উচিৎ কোম্পানীর কর্মীদের জন্য টিকা করণ ড্রাইভ করা।

(তথ্যসূত্র সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *