কামারহাটির তৃণমূল কাউন্সিলার অভিনেত্রী শ্রীতমার বিরুদ্ধে ‘তোলা’ তোলার অভিযোগ

 

‘কামারহাটি’ পৌরসভা মানেই যেন বিতর্ক। এর মধ্যেই নতুন অভিযোগ কাউন্সিলর শ্রীতমার বিরুদ্ধে। কদিন আগেই দুষ্কৃতীদের হাতে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তৃণমূলের বেলঘরিয়া অঞ্চলের কাউন্সিলর, অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। সেই সময় প্রতিবাদ করেছিলেন কামারহাটি এলাকার বিধায়ক মদন মিত্রও। সেই শ্রীতমার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ তুলে থানায় গেলেন এক স্থানীয় ব্যবসায়ী। কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকার বাসিন্দা অমিত কুমার সাহা করেছেন এই অভিযোগ। এই এলাকারই কাউন্সিলর শ্রীতমা। অভিযোগ তাঁর কাছে তোলা চেয়ে ক্রমাগত হুমকি দিচ্ছেন অভিনেত্রী। শ্রীতমার চাপে পরে ব্যবসায়ী শ্রীতমার মায়ের হাতে টাকা তুলে দিতে বদ্ধ হন। আর সেই টাকা দেওয়ার সমস্ত ঘটনাটা তিনি ভিডিও করে পুলিশকে জমা হয়েছে বলে জানা যায়।

ব্যবসায়ীর অভিযোগ অস্বীকার করে শ্রীতমা ষড়যন্ত্রের অভিযোগ করেন। তিনি বলেন, সেই ব্যক্তি নিজেকে দলের (তৃণমূলের) কর্মী বলে দাবি করেন। তাই ভোটের আগে, দলের জন্যই অর্থ সাহায্য চাওয়া হয়েছিল। শ্রীতমা সেই টাকা দলের লোকেদের সামনে নিতে চেয়েছিলেন। ওই ব্যক্তি দুই খাতে টাকা দেয়। সেটাই তিনি ভিডিও করে অভিযোগ আনেন।শ্রীতমা বলেন ওঁর বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলাম বলেই আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত করা হয়েছে। আমি বারবার বলেছিলাম বাড়িতে টাকা নেব না। উনি শোনেননি। এবার সব বুঝতে পারছি।” এখন দেখার পুলিশ ও তৃণমূল কি পদক্ষেপ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *