কেন্দ্র দিচ্ছে না রাজ্যকে টাকা, আর রাজ্য দিচ্ছে না GTA কে টাকা

রাজ্যের মুখ্যমন্ত্রী এতদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করে আসছে, ঠিক সেই অভিযোগই সামনে আনলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ।পশ্চিমবঙ্গের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন GTA প্রধান – যে অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে এতদিন করে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাদের যে গুরুতর অভিযোগ রয়েছে তা হলো, গত কয়েক বছরে রাজ্য সরকারের বাজেটে পাহাড়ের উন্নয়নের জন্য যে সকল টাকা বরাদ্দ করা হয়েছে, তার একাংশ দেওয়া হয়নি। আর সেই কারণেই স্তব্ধ হয়ে গেছে তাদের উন্নয়ন।

 

পাহাড়ের অনেক কাজ বকেয়া আছে। সেই কাজ কেন করা হচ্ছে না? সেই প্রসঙ্গেই GTA এর তরফ থেকে দাবি করা হয়েছে, রাজ্য সরকারের বাজেট অনুযায়ী নানান উন্নয়নমূলক কাজ করা হলেও সেই সকল কাজের জন্য নবান্ন কোন টাকা না দেওয়াই ঠিকাদারদের পাওনাগন্ডা মিটানোর ক্ষেত্রে সমস্যায় করতে হচ্ছে। নবান্ন টাকা না দেওয়াই ঠিকাদারদের টাকা আটকে থাকার ফলে বেশ কিছু ঠিকাদার রয়েছেন যারা নতুন কাজে হাত দিতে চাইছেন না। আর এমন পরিস্থিতিতে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় তার জন্য নবান্নে তারা একাধিকবার চিঠি দিয়েছে। রাজ্য সরকারকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত কত টাকা পাওনা রয়েছে তা সবিস্তরে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *