লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশানুরূপ ফল করেছে বিজেপি।তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের আসন অর্থাৎ কোচবিহার আসনটি খুব অল্প ভোটের মার্জিনে ছিনিয়ে নেয় রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস।হেরে যাওয়ার পরপরই গননা নিয়ে তৃনমুলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি জানান,১৯ রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিল তাদের প্রার্থী নিশীথ প্রামানিক।তার পরের রাউন্ড থেকেই সে পিছিয়ে যায়।এবং পরবর্তিতে ৪০২০৩ ভোটে জয়ী হন তৃনমুল প্রার্থী।গননা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে আদালতের দারস্থ হন শুভেন্দু অধিকারী।অন্যদিকে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগকে চ্যালেঞ্জ ছুরলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।তিনি জানান,হাইকোর্ট কেন দেশের যেকোন উচ্চ আদালতে গিয়ে যদি তিনি প্রমান করতে পারেন যে গননায় কারচুপি হয়েছে তাহলে তা মাথা পেতে নেবে।কিন্তু যদি প্রমান না হয় তাহলে তাকে জনসাধারনের কাছে ক্ষমা চাইতে হবে।পাশাপাশি উদয়ন গুহর বিরুদ্ধে তিনটি খুনের মামলা রয়েছে বলে যে মন্ত্যব্য করেন,তা যদি শুভেন্দু অধিকারী প্রমান করতে পারে তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানান,তবে প্রমান না করতে পারলে শুভেন্দু অধিকারীকেও তার পদ ছেরে দিতে হবে বলে একপ্রকার চ্যালেঞ্জ ছোড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *