আন্তর্জাতিক:

ঢাকায় ফিরে ভারতের ভুয়সী প্রশংসা শেখ হাসিনার

দু’দিনের ভারত সফর সেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার রাতে দেশে ফেরেন। নরেন্দ্র মোদীর তৃতীয়বার শপথ গ্রহণের পড়ে হাসিনার ভারতে আগমন। বাংলাদেশে ফিরে শেখ হাসিনা জানিয়েছেন, “উভয় দেশই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পথ দেখানোর জন্য আগ্রহী। টেকসই ভবিষ্যতের জন্য ‘ডিজিটাল অংশীদারিত্ব’ এবং ‘সবুজ অংশীদারিত্বকে’ সামনে রেখে কাজ করতে দু’পক্ষই সম্মত হয়েছি।” দিল্লি থেকে ফিরে ভারতকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে হাসিনা বলেন, “১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের সঙ্গে সৃষ্ট সম্পর্ককে বাংলাদেশ সবসময়ই বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে।” শেখ হাসিনার এই প্রতিক্রিয়ায় ভারত খুবই উল্লোসিত।

সূত্রের খবর, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য জল বণ্টন, নিরাপত্তা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত ইস্যু। শনিবার স্থানীয় সময় সাড়ে ৮টা নাগাদ বিশেষ বিমানে দিল্লি থেকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ফেরেন শেখ হাসিনা। ঢাকায় ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”আমরা আমাদের দু’দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছি।” উল্লেখ্য, এবারের ভারত সফরে শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন তাঁর উপদেষ্টা সলমন এফ রহমান। এবারের ভারত-সফরকালে মোদী-হাসিনার বৈঠকে মোট ১০টি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *