ধূমপানের কারণে দৃষ্টিশক্তি হারাচ্ছে অনেকে

 

এতদিন পর্যন্ত সকলেই জানতেন ধূমপান শরীরের নানা ক্ষতি করে। বিশেষ করে ফুসফুসের প্রবল ক্ষতি করে। এবার স্বাস্থ্য বিজ্ঞান জানালো নতুন খবর।

ধূমপানের ফলে শ্বাসকষ্ট, হৃদরোগ ও ক্যানসারের মতো মারাত্মক রোগ হতে পারে। বিশেষজ্ঞরা আরো বলছেন, ধূমপানের কারণে চোখের অনেক ক্ষতি হয়। সিগারেট বা বিড়ির ধোঁয়া শরীরে খুব বিপজ্জনক। ধূমপান কারণে চোখের গুরুতর ক্ষতি হতে পারে। যেমন ছানি, গ্লুকোমা

 

বয়স-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন (এএমডি) এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার ঝুঁকি বাড়ায়। এই কারণে দৃষ্টিশক্তিও নষ্ট হয় অনেকের। দীর্ঘ পরিসংখ্যান দিয়েই এই তথ্য প্রমাণ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যারা ধূমপান করেন তাঁদের চোখে ছানি পরার সম্ভবনা সব থেকে বেশি। সিগারেটের ধোঁয়ায় চোখের সূক্ষ্ম টিস্যুগুলির ক্ষতি হওয়ার সম্ভবনা বেশি থাকে। আর এই কারণেই যারা ধূমপান করেন তাঁদের বেশিরভাগেরি চোখের সমস্যা থাকে। এর ফলে ধুমপায়ী ব্যক্তিদের রক্তনালীতেও অনেক ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, যে সকল ব্যক্তি ধূমপান করছেন তাঁদের আজই এই অভ্যাস ত্যাগ করা দরকার। গবেষণায় দেখা গেছে ধূমপান ত্যাগ করার পর এমন ধরনের ব্যক্তিদের ছানি ও গ্লুকোমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *