এবারের পুরীর রথযাত্রাতে উপস্থিত থাকছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু; সঙ্গে প্রশাসনের কড়া নিরাপত্তা!

রবিবার পুরীর রথযাত্রা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলছেন প্রশাসন। এই অনুষ্ঠানে যোগ দিতে শনিবারই পৌঁছে গিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চার দিনের সফরে রবিবার পুরীতেই থাকছেন তিনি। রাষ্ট্রপতি নিরাপত্তার সঙ্গে সঙ্গে, হাথরাস থেকে নেওয়া শিক্ষার ফলে এবারে নিরাপত্তার পরিমান আরো বাড়িয়ে দিয়েছে প্রশাসন।

 

রবিবার পুরীর রথযাত্রার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ওড়িশা পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) সঞ্জয় কুমার। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’রবিবার পুরীতে অন্তত ১০ থেকে ১৩ লক্ষ ভক্তদের আগমন হবে। যার ফলে হাথরাসে ঘটে যাওয়া ঘটনার মতো ঘটনা, পুরীতে না ঘটে তার জন্য প্রস্তুত প্রশাসন। সঞ্জীব কুমার বলেন,’ এবারই প্রথম এআই প্রযুক্তির ক্যামেরা ও ড্রোন নামানো হচ্ছে। এর মাধ্যমে ভক্তদের উপর কাছ থেকে নজরদারি, যানগণনা এবং সঠিক সময়ে সঠিক তথ্য মিলবে।’

 

পুলিশের আধিকারিক বলেন, ‘আমরা ২০০টি এআই ক্যামেরা কাজে লাগাচ্ছি। এছাড়াও তিন কোম্পানি ব়্যাফ, ২ কোম্পানি সিআরপিএফ এবং ৮ প্ল্যাটুন এসওজি গ্রুপ মোতায়েন করা হচ্ছে। যাতে কেউ রথ ছুঁতে না পারেন তার জন্য জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ঘিরে কড়া নিরাপত্তা থাকে পুরীতে। এবারও তা রয়েছে। ভিআইপি, মন্ত্রীদের রথ টানার জন্য নির্দিষ্ট নিরাপত্তা রয়েছে। পাশাপাশি ভক্তদের রথ টানার জায়গায় কোনও রকম সমস্যা যাতে না হয় তার জন্য থাকছে নজরদারি। আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স চলাচলের ‘গ্রিন করিডর’ চালু থাকছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *