লোকসভা নির্বাচনের মাঝে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নিজের জন্মবৃত্তান্তের কথা প্রকাশ্যে এনেছেন। তিনি বলেছেন,“মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন।” তার এই মন্তব্য নিয়ে পাল্টা জবাব দিলেন তৃনমূল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”ওঁর এই মন্তব্যের অর্থ আমি ঠিক বুঝলাম না। আমাদের সবার তো মা-বাবা আছে। কিন্তু উনি কী বলতে চাইলেন, আমি অন্তত বুঝিনি।”

আগামী ১ জুন রাজ্যের নটি কেন্দ্রের মধ্যে লোকসভা ভোট হবে কলকাতা উত্তর কেন্দ্রে। এখান থেকে শাসকদল তৃণমূলের প্রার্থী বেশ কয়েকবারের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী, সুদীপকে ভরিয়ে দিলেন প্রশংসায়। তাঁর জেলযাত্রা নিয়ে মমতার স্পষ্ট বক্তব্য, ”সুদীপদাকে শুধু শুধু জেলে ভরে রেখেছিল। কোনও কারণ ছিল না। তাঁর নামে এত খারাপ খারাপ কথা বলেছে! কিন্তু কী লাভ হল? সুদীপদা নিজের জনপ্রিয়তায় সাংসদ হয়েছেন। আগামী দিনে সুদীপদা আর ভোটে দাঁড়াবেন কিনা জানি না, তাই বলছি, এবার আপনারা সুদীপদাকে ভোট দেবেন। কারণ, তিনি প্রথমদিন থেকে উত্তর কলকাতার এই মাটিকে ভালোবেসে রাজনীতির লডা়ইটা করেছেন।”

এই কেন্দ্রের লড়াই এবারে জমজমাট অন্য কারণে। এবার কলকাতার কেন্দ্র হল বিজেপির পাখির চোখ। ভোটের ঠিক আগে তৃণমূল বিধায়ক তাপস রায় দলবদল করে বিজেপি শিবিরের প্রার্থী হয়েছেন। তার লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে।শোনা গিয়েছে, তাপস রায়ের সমর্থনে আগামী ২৮ তারিখ কলকাতা উত্তরে রোড শো করবেন প্রধানমন্ত্রী মোদি। তার পরেরদিন দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *