ভোট পর্বে চলাকালীন কে কতগুলো আসন পাবে তা নিয়ে মুখ খুলেছিলেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়েছিলেন বিজেপি ২০১৯ সালে থেকে এবারে একটু বেশি আসন দখল করতে পারবে।কিন্তু শনিবার লোকসভা ভোট শেষ হওয়ার পর বিভিন্ন সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। সেখানে দেখা যায় যে গতবারে তুলনায় এবারে বিজেপি অনেক বেশি আসন দখল করবে। এবার তাই নিয়ে মুখ খুললেন ভোট কুশলী পিকে।

তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, “পরের বার যখন নির্বাচন এবং রাজনীতির কথা আসবে, সোশাল মিডিয়ায় ভুয়ো সাংবাদিক, হাই-প্রোফাইল রাজনীতিবিদ এবং স্বঘোষিত বিশেষজ্ঞদের ভিত্তিহীন কথাবার্তা এবং বিশ্লেষণে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাম না করে এক্সিট পোলকে তুলোধনা করেছেন ভোটকুশলী পিকে।তিনি বলেন, আমার মূল্যায়ন অনুসারে, বিজেপি একই বা কিছুটা ভাল সংখ্যা নিয়ে ফিরে আসতে চলেছে। পশ্চিম এবং উত্তর ভারতে, আমি বিজেপির আসন সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি না। দলটি বিভিন্ন অঞ্চল থেকে পর্যাপ্ত সমর্থন পেয়েছে। তবে ভারতের পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলিতে এবার বিজেপির ভাল ফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *