মদের সঙ্গে এই খাবার গুলো ভুলেও খাবেন না; হতে পারে সর্বনাশ!

মদের সঙ্গে কিছু স্ন্যাকস না নিয়ে বসলে অনেকের ভালো লাগে না। তাদের মদের সঙ্গে কিছু মুখরোচক খাবার নিয়ে বসে। অনেকে মনে করে মদের সঙ্গে এগুলো খেলে মদ হজম করে। কোনো ক্ষতি হয় না। কিন্তু কিছু কিছু খাবার এমন আছে যে যেগুলোর সাথে মদ খেলে, সেগুলো শরীরের বড্ড বেশি ক্ষতি করে। যার ফলে হতে পারে, হজমশক্তি খারাপ এবং পেটের অনেক সমস্যাও বাড়তে পারে।

মিষ্টি জাতীয় খাবার:

মদ খাবার পর কখনো মিষ্টি খেতে নেই। তাহলে মদের নেশা আরো দ্বিগুণ হয়ে যায়। যার ফলে অনেকের বমিও হতে পারে। তাই মদের সঙ্গে মিষ্টি জাতীয় খাবার খেতে নেই।

দুধ / দই:

মদ্যপান করার পর দুধ বা দই হজম কারয় সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, অ্যালার্জি হওয়ার আশঙ্কাও থাকে। শরীরে লাল ফুসকুড়ি ও চুলকানির সমস্যা হয়। মদের সাথে দুধ বা দই খাওয়া বিষের সমান।

কাজু এবং চিনাবাদাম:

বেশিরভাগ মানুষ চাখনা হিসেবে কাজু এবং চিনাবাদাম খান। তবে অ্যালকোহলযুক্ত পানীয়ের সাথে কাজু এবং চিনাবাদাম খেলে কোলেস্টেরলের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। দুটি জিনিসেই কোলেস্টেরল থাকে, যা খিদের ভাব কমায়। অ্যালকোহল পান করার পরে ভারী হওয়ার অনুভূতি রয়েছে। এ ছাড়া অ্যালকোহলের সঙ্গে সোডা বা কোল্ড ড্রিংক মিশিয়ে পান করলে শরীরের জলশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে।

মাখন এবং মধু:

কেউ কেউ অ্যালকোহলের সাথে মাখন এবং মধুতে ভাজা শুকনো ফল খান বা খাবারে মাখন এবং মধু যোগ করেন। এই দুটি জিনিসই বিপজ্জনক। অ্যাসিডিটি ও বমির মতো সমস্যা হতে পারে এতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *