সৌগত রায়ের কাছে হুমকির ফোন এসেছিলো বেঙ্গালুরু থেকে

আড়িয়াদহ কান্ড গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে। আর সেই খবরের নায়ক জয়ন্ত থেকেও হয়ে ওঠা ‘জায়ান্ট’। জায়ান্ট এখন কয়েকজন সঙ্গীকে নিয়ে জেলবন্দি। আর এর মধ্যেই উড়ো ফোনে শাসন হলো সাংসদ ও বিধায়ককে। কিছুদিন আগে রাত ৩টে নাগাদ একটি ফোন গিয়েছিল দমদমের সাংসদ সৌগত রায়ের কাছে। সংবাদমাধ্যমে সে কথা জানিয়েছিলেন সৌগত নিজেই। তিনি জানিয়েছিলেন, জয়ন্ত সিং-কে ছেড়ে দিতে হবে, এমনটাই বলা হয়েছিল ফোনে। কে ফোন করেছিল, কোথায় থেকে ফোন এসেছিল, তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে পুলিশের কাছে এল সূত্র। পুলিশ সূত্রে খবর, সৌগত রায়ের ফোনটি আসে বেঙ্গালুরু থেকে।

 

গতকালই পুলিশ জানিয়েছিল মদন মিত্রের কাছে যে ফোনটি এসেছিলো তা আগরপাড়ার এক ব্যক্তির নামে নথিভুক্ত করা। যদিও তিনি কর্মসূত্রে এখন বাইরে থাকেন। তার মা জানান, বহুদিন আগেই তার ছেলে সেই সিম ছেড়ে দিয়েছে। এবার পুলিশ জানালো বেঙ্গালুরু থেকে ফোন গিয়েছিল সৌগতর কাছে। কোনও একটি সংগঠিত ক্রিমিনাল গ্রুপ এই কাজ করেছে। সাইবার শাখার আধিকারিকরা আরও জানিয়েছেন, যে সিম থেকে ফোন এসেছিল, তা থেকে শুধুমাত্র আউটগোয়িং হয়। ফলে বারবার ফোন করেও পুলিশ যোগাযোগ করতে পারেনি। তবে সাইবার ক্রাইম দপ্তর তদন্ত চালিয়ে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *