হাওড়া জেলার ৫০ টি ওয়ার্ড শনিবার থেকে নির্জলা

কয়েকদিন আগেই পদ্মপুকুর জল প্রকল্পের বড়ো পাইপ লাইনে ফাটল ধরে প্রচুর জল যেমন নষ্ট হয়েছে, তেমনই জলে মিশে যাচ্ছে বালি কাদা। সেই কারণেই জরুরি হয়ে পড়েছিল সেই লাইনের মেরামতির কাজ। শনিবার থেকেই শুরু হয়েছে মেরামতির কাজ। কিন্তু কাজের গতি খুব শ্লথ বলেই অভিযোগ। কবে থেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে রবিবার পর্যন্ত সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারে নি পৌরসভা। স্বাভাবিক কারণেই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে,ইতিমধ্যে জল সমস্যা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

পৌরসভার পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে,সাধারণের ভোগান্তির কথা মাথায় রেখে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সমস্ত জায়গায় জলের জন্য সমস্যা হচ্ছে সেখানে বিকল্প ভাবে জলের ব্যবস্থা করা হয়েছে। জলের গাড়ি পাঠানো হয়েছে । তবে আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করে মানুষকে সচেতন করা হয়েছে। মানুষকে বলা হয়েছে, পর্যাপ্ত জল সঞ্চায় করে রাখার জন্য। শেষ পর্যন্ত সোমবার দুপুর থেকে জলের সমস্যার সমাধান করা গেছে।
পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, যুদ্ধ কালীন তৎপরতায় কাজ করে সমস্যার সমাধান করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *