১৮০ ফুটের বেশি লম্বা সাইকেল বানিয়ে গিনেস বুকে নাম তুললেন এক যুবক

সাধারণভাবে আমাদের চোখে দেখা সাইকেল সাড়ে পাঁচ ফুট থেকে ৬ ফুট পর্যন্ত লম্বা হয়। কিন্তু প্রায় ১৮১ ফুট লম্বা সাইকেল কল্পনাই করা যায় না। গিনেস বুকে নাম ওঠানো এই সাইকেল ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার বার্নি রায়ানের তৈরি ১৫৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বাইসাইকেলের রেকর্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, প্রতিদিন ব্যবহারের উপযোগী না হলেও এই বাইসাইকেল চালানো সম্ভব। গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই বাইসাইকেল তৈরিতে কাজ করা আট জনের দলকে নেতৃত্ব দিয়েছেন ইভান শক। নিজের শৈশব থেকেই এমন এক বাইসাইকেল বানানোর ইচ্ছে ছিল তার। সকলেই অবাক এই সাইকেল দেখে।

 

ইভান শক জানান, ‘আমি অনেক বছর ধরে এই ভাবনা লালন করছি। একবার গিনেস বিশ্ব রেকর্ডের বইয়ে আমি এই (সবচেয়ে লম্বা বাইসাইকেল) রেকর্ড দেখেছিলাম।’ ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে লম্বা বাইসাইকেল নির্মাণের মিশনে নেমে পড়েন শক। এত বড় আকারের বাইসাইকেল তৈরি করতে গিয়ে লোকবল সংকটে পড়েছিলেন তিনি। তখন নিজ গ্রাম প্রিন্সেনবিকের এক কার্নিভাল থেকে স্বেচ্ছাসেবক খুঁজে নেন এই শিল্পী । শেষ পর্যন্ত তিনি সফল হন। তার সাইকেল নিয়ে তিনি প্রকাশ্যে রাস্তায় দিব্যি চালিয়ে যাচ্ছেন। এই নতুন ভাবনার জন্য বিশ্বের দূর দূরান্ত থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *