ছোট বেলা থেকেই বাবা মায়ের কাছ থেকে একটা কথায় শোনা যেতো।স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার রামভোলা স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। কোচবিহার রামভোলার স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের মতোই এই ছাত্র পরীক্ষা দিতে বসেছিল চন্দ্রচূড়। আর অবশেষে প্রকাশিত হলো এই বছরের মাধ্যমিক ফলাফল।নথিবদ্ধ পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ২৩ হাজার, ৬৩৬। আর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিকদের সামনে বৈঠক করে ফলাফল ঘোষণা করে। আর সেখানেই প্রথম চন্দ্রচূড়ের নাম উঠে আসে। তার বাড়িতে দেওয়ালে কোথাও লেখা ইউ হ্যাভ বুক সো হোয়াই মোবাইল, আবার কোথাও লেখা ফোকাস অন ইওর স্টাডি র‍্যাডার থিংকিং হজবরল, আবার কোথাও লেখা ইউ আর এ মাধ্যমিক candidate mind it। আর এই পরিবেশের মাঝেই তার পড়াশোনা করা। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তার পড়াশোনার পেছনে কে রয়েছে তখন সে বলে, পড়াশোনার পেছনে রয়েছে রেজাল্ট। আর এই রেজাল্টের পেছনে রয়েছে বাবা-মা আত্মীয়-স্বজন প্রত্যেকেই। ভবিষ্যতে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য সে বলে, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হবে, তাই জ্ঞান পিপাসাটা বাড়াতে হবে। এছাড়াও মাধ্যমিক ক্যান্ডিডেট সম্পর্কে সে বলে জীবনের পথ চলা তো সবে শুরু। ভবিষ্যতে তার পিওর সাইন্স নিয়ে পড়াশোনা করে ডক্টর হবার ইচ্ছা রয়েছে। তার এই ছোট ছোট কথাগুলো আমাদের সকলকে বুঝিয়ে দেয় শুধু শিক্ষাগত শিক্ষাই যথেষ্ট নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে মানুষ অনেক দূর যেতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *