গরমকাল বলতেই আমরা ফলের মধ্যে সকলে বুঝি আম। সারা বছর সবরকম ফল পাওয়া গেলেও আম কিন্তু একমাত্র গরমকালেই পাওয়া যায়। আর এই আমকে বলা হয় ফলের রাজা। কিন্তু এই বছর তুলনামূলকভাবে আমের ফলন কম হয়েছে। আর মাত্র ১৫ দিন পরে জামাইষষ্ঠী। আর জামাইষষ্টিতে আম চাই ই চাই। এবারের জামাইষষ্টিতে জামাইয়ের পাতে পরবেনা আম!

এবারে রাজ্য জুড়ে কম পরিমাণে আম চাষ করা হয়েছে ।আম চাষিদের আশঙ্কা এবার জামাইষষ্ঠীতে হয়তো জামাইদের পাতে আম নাও পড়তে পারে। গোটা বাংলা জুড়ে অন্যান্য বছরে তুলনায় এবারে আম সংখ্যায় খুবই কম।তাছাড়া সদ্য বাংলার বুকে তান্ডব চলিয়েছে রেমাল। রেমাল আসবে বলে ছোট অবস্থাতেই অনেক আমচাষীরা আম পেড়ে নিয়েছিলেন। ফলে আমের আরও আকাল দেখা দিয়েছে। তাই এবার আমের অভাব দেখা যেতে পারে জামাইষষ্ঠীতে।ফলে জামাইষষ্ঠীতে আমের জোগান কীভাবে দেবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন আমচাষীরা। এর জন্য চাষীরা দায়ী করছে কম পরিমাণে বৃষ্টিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *