“কেউ টাকা খাওয়াচ্ছে, কেউ টাকা খাচ্ছে” পৌরসভায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সোমবারের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী তৃণমূলের অধীনে থাকা পৌরসভাগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পষ্ট বলেন, বেআইনি নির্মাণ এখন যেন আইনে পরিণত হয়েছে। বৈঠকের শুরুতেই মমতা বলেন, “আমার কথা কিছুটা তিক্ত হলেও মনে রাখবেন পুরসভা কিন্তু মানুষকে পরিষেবা দেয়। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, কোথাও যখন দখলদারি চলছে, তখনও কোনও অ্য়াকশন নেওয়া হচ্ছে না। কেউ টাকা খাওয়াচ্ছে, কেউ টাকা খাচ্ছে। কিন্তু তারা ভুলে গিয়েছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে।”মুখ্যমন্ত্রীর আজকের ক্ষোভ দেখে ভীত হয়ে ওঠেন তৃণমূল নেতা ও মন্ত্রীরা। তিনি বালি পৌরসভা প্রসঙ্গে বলেন, টেন্ডার নিয়েও চলছে দুর্নীতি! খোদ মমতার মুখেই এমন অভিযোগ। বললেন, “বালির এসডিও অমৃতা কী করছেন, কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিজেরা টেন্ডার দিচ্ছেন, কার থেকে কতটা খাচ্ছেন জানি না। কে খাচ্ছেন, কে খাচ্ছেন না জানি না। নিশ্চয় দিয়েই খাচ্ছেন। আমি এই কথাগুলো বলার জন্য মোটেই খুশি নেই, আমি দুঃখিত।”

 

মমতার এই কথায় অক্সিজেন পায় বিরোধী দলেরা। তারা বলেন, ১০/১২ বছর ধরে এইসব ঘটছে। মুখ্যমন্ত্রী জানেন না, টা তো নয়, সব জানেন। কিন্তু এখন আর সামলাতে পারছেন না। মুখ্যমন্ত্রী বলেন, টেন্ডার নিয়েও চলছে দুর্নীতি! খোদ মমতার মুখেই এমন অভিযোগ। বললেন, “বালির এসডিও অমৃতা কী করছেন, কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিজেরা টেন্ডার দিচ্ছেন, কার থেকে কতটা খাচ্ছেন জানি না।” এর পরেই তিনি বলেন, হাতিবাগান, গড়িয়াহাটের অবস্থা খারাপ। ওয়েবেলের কাছে দেখলাম কত দোকান বসেছে, সবাই আউটসাইডার। নোংরা করে রেখে দিয়েছে। কেন নতুন একটা জোন করা হচ্ছে না? বেআইনিভাবে চারতলা-পাঁচ তলা তোলা হচ্ছে, কেন গ্রেফতার করা হচ্ছে না। দুএকজনকে গ্রেফতার করুন, দু-একটা নির্মাণ ভাঙুন। আমার বাড়ি থেকে শুরু করুন। কেন বেআইনি কোনও জিনিস আমরা মানব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *