Oplus_0

হকারদের নিয়ে নয়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো !

আজ বৃহস্পতিবার নবান্ন থেকে, হকার উচ্ছেদের অভিযান নিয়ে নতুন করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দলের নেতাদের বিরুদ্ধেও কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।সব মিলিয়ে আজ জবরদখল নিয়ে কড়া হলেন মুখ্যমন্ত্রী

এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যত বড় নেতা হোক কাউকে ছেড়ে কথা বলব না। হকার উচ্ছেদ লক্ষ্য নয়। এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছেন। এমন করলে হবে না। একজন হকার একটাই দোকান বসাতে পারবে। কারোর চাকরি খাওয়া, বেকার করে দেওয়া আমার অধিকারে নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়। সকলকেই দেখতে হবে। বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না। স্থানীয় কাউন্সিলররা চোখে দেখেও দেখেন না। গড়িয়াহাটে হাঁটার জায়গাই নেই।’

তিনি নেতাদের উদ্দেশ্যে বললেন, ‘হকারদের থেকে চাঁদা তোলা বন্ধ করুন নেতারা। লোভ সংবরণ করুন। হাতিবাগানে রাস্তা দখল করে ব্যবসা চলছে। এতে কাউন্সিলর, নেতাদেরও দোষ আছে। সরকারি জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সবাই কোর্টে চলে যাচ্ছে। এদিকে আমরা আদালতকে বোঝাতে ব্যর্থ।’

এদিন মূলত হকার ইস্যুতে দলের নেতাদেরই কড়া দাওয়াই দিলেন মমতা। তিনি জানান, ‘নেতাদের চাঁদা দিয়ে ডালা বসান হকাররা। রাস্তাতেই স্টলের পাশের গোডাউন হয়ে যায়। নতুন করে হকার বসালে তাঁকে গ্রেফতার করা হবে। পুলিশ হকার বসালে তাঁকেও গ্রেফতার করা হবে। রাজ্যের আইডেন্টিটি নষ্ট হলে গ্রেফতার করা হবে। যাইহোক, যা ভুল হওয়ার হয়ে গেছে, নতুন করে যেন আর না হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *