রায়গঞ্জের উপনির্বাচনে শাসকদলকে বিশ্বাস করানোর জন্য তৃণমূল সদস্যা করলেন ভোটদানের ভিডিও !

 

নির্বাচনের ভোটের সময় নানান রকমের খবর শিরোনামে উঠে আসে। তার মধ্যে কখনো থাকে ছাপ্পা ভোটের কথা কখনো থাকে হামলার কথা। কিন্তু এবারে উঠে আসলো এক নতুন তথ্য। শাসক দলকে বিশ্বাস করানোর জন্য সেই ওয়ার্ডের বাসিন্দা ভোট প্রদানের ভিডিও করে আনলেন। রায়গঞ্জে তৃণমূলের সদস্যা প্রথমে তৃণমূল করত। তারপর কিছুদিন যাওয়ার পর তিনি বিজেপিতে যোগদান করেছিল। কিন্তু বর্তমানে তিনি আবার তৃণমূলেই ফিরে এসেছে। কিন্তু এলাকার মধ্যে অনেকেই তাকে বিশ্বাস করতে চাইছে না তিনি তৃণমূলে রয়েছে। তৃণমূলের উন্নয়ন দেখে তিনি আবার তৃণমূলেই ফিরে এসেছেন। কিন্তু তিনি যে বর্তমানে তৃণমূলই করছেন তার প্রমাণ রাখার জন্য তিনি ভোটদানের সময় সেটি ভিডিও করে আনেন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কাঞ্চনপল্লীর ১৪৭ নং বুথে।

 

ওই মহিলা জানান তিনি কিছুদিন আগে বিজেপি করেছিলেন, এরপর তৃণমূলে ফিরে আসেন। তিনি বিশ্বাস করতেন যে, তিনি যে বর্তমানে তৃনমূল করছে তা কেউ বিশ্বাস করবে না। তাই তিনি ভিডিও করে এনেছে, দলের কাছে ভালো থাকবে বলে। কিন্তু কৃষ্ণ কল্যাণী এই বিষয়টিকে ভুল বলে গণ্য করেছে। তিনি বলেছেন সদস্যা নিজের সন্তুষ্টির জন্য এই কাজটি করেছেন। বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি আরো বলেন দল এমন কোনো কাজ করতে বলেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *