মদের দোকানের লাইসেন্স বাতিলের আবেদন স্থানীয়দের

ময়নাগুড়ি, ১০ জুলাই : শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় লাইসেন্স নিয়ে তৈরি হচ্ছে মদের দোকান। আর যার জেরে এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। নষ্ট হতে পারে স্থানীয় এলাকার যুব সমাজ। তাই মদের দোকানের লাইসেন্স দ্রুত বন্ধ করার দাবি তুললেন ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকার বাসিন্দারা। বুধবার এই দাবি তুলে জেলা শাসক সহ ময়নাগুড়ি থানায় স্মারকলিপি প্রদান করেন এলাকার সচেতন নাগরিকরা।

 

জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি স্কুল সংলগ্ন এলাকায় দুটি ওয়াইন্ড শপ চালু হচ্ছে। গ্রামীণ এলাকার মধ্যেও এই ধরনের মদের দোকান চালু হলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পাশেই বিদ্যালয় রয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনার জন্য স্কুল যায় আবার টিউশন পড়তে গিয়ে সন্ধাও হয়ে যায়। এই অবস্থায় এই ধরনের লাইসেন্সধারি মদের দোকান খোলা হলে এলাকার যুব সমাজ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সেই কারণে ব্রহ্মপুর এলাকার মানুষরা এবং একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে ওই দুটি লাইসেন্স পাওয়া মদের দোকানে লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন। বুধবার জেলা শাসকের দফতরে এই আবেদন জানানোর পর তারা ময়নাগুড়ি থানাতেও একটি স্মারকলিপি প্রদান করেন। দ্রুত লাইসেন্স বাতিল না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *