Oplus_131072

জনসভা করতে গিয়ে অল্পের জন্য প্রাণ বেঁচে গেলো ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। সেখানে জো বাইডেনের অন্যতম প্রতিপক্ষ প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার পেনসেলভেনিয় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময় তাঁকে লক্ষ করে গুলি ছোঁড়া হয়। গুলি ডান কান ছুঁয়ে বেরিয়ে যায়। কান দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়। জানা যাচ্ছে, পেনসেলভেনিয়ায় জনসভায় বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসনের সমালোচনা করছিলেন, এমন সময়ই পরপর গুলির শব্দ শোনা যয়ায়। সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্টকে নীচু করে আড়াল করেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। এরপর তাঁকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। দ্রুত নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে সর্বত্র।

 

অন্য দিকে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীরোও। আহত হয়েছেন অপর এক পুলিশকর্মী। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ঘটনায় উদ্বেগ প্রকাশ করে লেখেন, “আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও স্থান নেই। আমরা জানি না ঠিক কী হয়েছে, তবে স্বস্তির বিষয় হল প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প গুরুতর আহত হননি।” প্রশ্ন উঠেছে আক্রমণকারীর মৃত্যুর ফলে তার সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ ইত্যাদিরও মৃত্যু ঘটলো। কেন তিনি গুলি ছুড়েছিলেন তা হয়তো কোনো দিনই আর জানা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *