তমলুকে স্টল বন্টন নিয়ে ব্যাপক দুর্নীতি – মুখ খুললেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তমলুকে স্টল বন্টন নিয়ে ব্যাপক দুর্নীতি – মুখ খুললেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অনেকদিন পড়ে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আবার খবরের শিরোনামে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তমলুকের রাধামণি মিনি মার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা রয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় এলাকার স্টল পরিদর্শন করেন তমলুকের বিজেপি সাংসদ। স্থানীয় মানুষদের অভিযোগ, রাধামনি মিনি মার্কেটে ৫ লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিক্রি হয়ে যাচ্ছে। যাদের প্রচুর টাকা আছে, তারা ৮/১০টা করে স্টল কিনে নিচ্ছে, অথচ যাদের ওখানে দীর্ঘদিন ধরে স্টল ছিল তারা অনেকেই স্টল পাচ্ছে না। এই খবর পেয়েই ওখানে ছুটে যান সাংসদ অভিজিৎ গাঙ্গুলি।

অভিজিৎ গাঙ্গুলি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারি জমি দখলমুক্ত করতে হবে। কিন্তু সর্বত্র সমান ভাবে তা করা হচ্ছে না। তিনি বলেন, “বেশ কিছু দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁরা সাবধান হয়ে যান। না হলে সব স্টল ভাঙবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘরবাড়ি তৈরি হলে তা ভাঙা হবে। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলবো আপনি যা ঘোষণা করেছেন তা করুন। যদি না করেন তার পরের ব্যবস্থা আমি দেখবো।” স্বাভাবিক কারণেই এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় যায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *