শুরু হতে চলেছে বাজেট অধিবেশন – প্রস্তুত বিরোধীরা

আর অল্প সময় পরেই শুরু হয়ে যাবে পূর্ণাঙ্গ বাজেট পেশ। চলতি বছরের ১ ফেব্রুয়ারি নিয়ম মেনে বাজেট পেশ করেছিল কেন্দ্র। তবে ভোট আসন্ন হওয়ায় পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, সাধারণ মানুষের জন্য এবার বড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইঙ্গিত দিয়েছেন, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) বাড়ানোর জন্য পদক্ষেপ করা হবে। প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স, এবং বৈদ্যুতিক যানবাহন (EV) উৎপাদনে এমএসএমইর সুযোগ রয়েছে। মোদি সরকার পরিকাঠামো উন্নয়নে অনেক বেশি জোর দিয়েছে। সরকারের পরিকল্পিত ক্যাপিটাল এক্সপেনডিচার (capex) ১১.১ লক্ষ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৯.৫ লক্ষ কোটি টাকা বেশি।

অন্যদিকে বাজেট অধিবেশনে সরকারকে কোনঠাসা করতে এককাট্টা বিরোধীরা। সকালেই সংসদে বৈঠকে বসছে কংগ্রেস পার্লামেন্টারি পার্টি। রণকৌশল ঠিক করে দেবেন স্বয়ং সনিয়া গান্ধী। বাজেট পেশের পরেই সরকারকে আক্রমণের রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোটও। আজ রাতে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠক। মঙ্গলবার সকালেই সংসদে বৈঠকে বসছে কংগ্রেস পার্লামেন্টারি পার্টি। রণকৌশল ঠিক করে দেবেন স্বয়ং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বাজেট পেশের পরেই সরকারকে আক্রমণের রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোটও। সব মিলিয়ে সংসদভবন উত্তেজনাময় হয়ে উঠতে চলেছে আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *