মুখ্যমন্ত্রীদের মধ্যে প্রথম জায়গা করে নিয়েছেন যোগী ; বাংলার মুখ্যমন্ত্রী রয়েছে কত নম্বরে ?

সেরা মুখ্যমন্ত্রী কে তা জানতে দেশজুড়ে ৩০ টি রাজ্যের ১.৩৬ লক্ষ মানুষের উপর সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা চালিয়েছিল। সেখানে দেখা যায়, দেশের ৩৩ শতাংশের বেশি মানুষ মনে করছেন যোগী আদিত্যনাথই সেরা। তবে তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও দেশের মাত্র ১৩.৮ শতাংশ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ৯.১ শতাংশ মানুষ মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন।

তালিকায় যোগী আদিত্যনাথকে শীর্ষে রাখার পিছনে মানুষের দাবি, যোগী আদিত্যনাথ আসার পর গত সাড়ে সাত বছরে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কড়া হাতে পদক্ষেপ নিয়েছেন তিনি।তাই তিনি জনপ্রিয়তার শিখরে উঠেছেন।

এছাড়াও চতুর্থ স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ৪.৭ শতাংশ মানুষ তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে চান। এবং পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন সদ্য মুখ্যমন্ত্রী হওয়া অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। ৪.৬ শতাংশ মানুষ তাঁর পক্ষে ভোট দিয়েছেন। এছাড়াও এই তালিকায় যথাক্রমে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, কর্নাটকের সিদ্দারামাইয়া, অসমের হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *