গণেশ পুজোর দিন এই জিনিস দিতে একেবারেই ভুলবেন না; আপনার হাতে আসবে কুবেরের ধন !

আজ অর্থাৎ শনিবার গণেশ চতুর্থী পড়েছে। এদিন প্রায় বেশিরভাগ জায়গায় গণেশ পূজো হবে। আপনি বাড়িতে ও গণেশ পূজা করতে পারেন। বাড়িতে কাঠের বেদের ওপর লাল রংয়ের কাপড় পেতে গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন। তাহলে তিনি প্রশংসিত হবে। এছাড়াও গণেশ পূজোতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দূর্বা। দূর্বা ছাড়া কোন পুজোই সম্পূর্ণ হয় না। কিন্তু এই গণেশ পূজোতে দুর্বা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়।

সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী জানালেন, ‘‘গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন। কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে, তার ওপর গণপতিকে স্থাপন করুন। অবশ্যই গণপতির বামদিকে দূর্বা দিতে ভুলবেন না।’’ঋণ মুক্তির জন্য এদিন গণপতিকে নিবেদন করুন ১১’টি বেসনের লাড্ডু এবং ১০৮’টি দূর্বা।

যেকোনও মনস্কামনা পূরণ এবং কার্যসিদ্ধির জন্য দুর্বা ঘাসের টোটকা করতে পারেন গণেশ চতুর্থীতে। ২১টি দুর্বা ঘাস নিয়ে তৈরি করুন একটি সন্ধি। একইভাবে ১১ টি সন্ধি তৈরি করে সেগুলি উমাপুত্রের চরণে নিবেদন করুন। ভগবানকে জানেন আপনার মনস্কামনা। গণপতি আপনার ইচ্ছা পূরণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *