ময়নাগুড়ি, ৩১ মে: ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন রামমোহন রায় ফ্যানস ক্লাব নামের এক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। শুক্রবার ময়নাগুড়ি ব্লকের ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশ, পুঁটিমারী এবং ধর্মপুর এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এদিন মোট এক হাজার চারা গাছ রোপণ করা হয় এবং নেট দিয়ে ঘিরে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, সমাজসেবী কল্যানী তরফদার, সমাজসেবী মনোজ দেবনাথ, বাদল তরফদার, ধর্মরাজ রায় সহ প্রমুখরা। এদিন পুঁটিমারী এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা হয়। যা আগামী ৫ জুন পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ শে মার্চ বিকেল নাগাদ আচমকা বিধ্বংসী ঝরে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। সেই ঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ, পুটিমারি, এবং ধর্মপুর এলাকা। এই ঝড়ে যেমন ঘরবাড়ি তছনছ হয়ে গেছে তেমনি নষ্ট হয়েছে হাজার হাজার গাছ, আবাদি জমি। ফলে সেই ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় গাছের সংকট মেটানোর উদ্যোগ গ্রহণ করলেন রামমোহন রায় ফ্যানস ক্লাব। সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচি বলেই জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

এদিন প্রায় এক হাজার চারা গাছ রোপণ করা হয়। এদিন মূলত মেহগনি, টুন,বিভিন্ন ফলের গাছ সহ মূল্যবান চারা গাছ রোপণ করা হয়। এই কর্মসূচিতে এদিন অংশ নেন ময়নাগুড়ির বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভঙ্কর চক্রবর্তী। তার নিজের গাওয়া গাছ নিয়ে একটি বিখ্যাত গান গেয়ে সচেতনতার বার্তা দেন তিনি। সংগঠন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে আগামী পাঁচই জুন পর্যন্ত এই কর্মসূচি লাগাতার চলবে এবং সংগঠনের দাবি গোটা ক্ষতিগ্রস্ত এলাকাতেই এই বৃক্ষরোপণ করা হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি চারা গাছ বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *