রোগীদের চরম ভোগান্তি; দেশ জুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি !

RG kar মামলায় গোটা বাংলা উত্তপ্ত হয়ে রয়েছে। একের পর এক ডাক্তাররা কর্ম বিরতির ডাক দিতে শুরু করেছে। সিনিয়র ডাক্তার থেকে জুনিয়ার ডাক্তার সকলেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে। যার ফলে শনিবার দেশজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ।শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও পরিষেবা দেওয়া হবে না বলে জানিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। যার ফলে গোটা চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবার সম্ভাবনা দেখা দিয়েছে।

আরজি করে মহিলা চিকিৎসকদের ধর্ষণ করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে বহু মেডিকেল কলেজ থেকে পড়ুয়ারা , ডাক্তাররা পথে নেমেছে। চলতি বিবাদের জেরে কর্মবিরতির ডাক দিয়েছিল ‘ফেডারেশন অফ রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন’। মঙ্গলবার রাতে তাঁদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে করার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।

এদিকে সাধারন রোগীদের ভোগান্তি নিয়ে বিক্ষোভরত চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একই আর্জি জানান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *