হঠাৎ করেই কি সৌরভ চক্রবর্তী শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হলেন? শুক্রবার একটি নির্দেশিকা সামনে আসতেই শোরগোল পড়ে যায়। যেখানে লেখা রয়েছে দার্জিলিং এর জেলাশাসক এসজেডিএ এর চেয়ারপারসন এর দায়িত্ব সামলাবেন। তবে সেখানে সৌরভ চক্রবর্তীকে অপসারনের কথা বলা হয়নি। কিন্তু একই পদে দু’জন কীকরে দায়িত্ব সামলাবেন সেই প্রশ্নও উঠেছে।

এ বিষয়ে সৌরভ চক্রবর্তী কে ফোন করা হলে তিনি বলেন,”এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা হাতে না এলেও বিষয়টি আমি শুনেছি। ফলে চেয়ারম্যান পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।”

উল্লেখ্য ২০২৩ সালেও হঠাৎ করে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে গৌতম দেবকে SJDA এর চেয়ারম্যান করা হয়েছিল, কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে তা বদলে সৌরভ চক্রবর্তীকে পুনরায় চেয়ারম্যান করা হয়। যা নিয়ে সেই সময় ও যথেষ্ট জলঘোলা হয়েছিল। হঠাৎ করে এই নির্দেশিকা জারি হওয়ায় ফের ধোঁয়াশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *