আগামীকাল থেকে লাটাগুড়িতে শুরু হচ্ছে ‘মনসুন ফেস্টিভ্যাল’

ডেস্ক: বাংলায় চলছে বর্ষাকাল। মেঘ বৃষ্টির খেলা অবিরাম। কখনো একটু বৃষ্টি তো কখনো রোদের দেখা। এরই মাঝে লাটাগুড়িতে শুরু হচ্ছে মনসুন ফেস্টিভ্যাল। জানা যাচ্ছে লাটাগুড়িতে ‘Camping dé Dooars’ নামক একটি হোমস্টেতে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আগামীকাল ৮ই আগস্ট থেকে ১০ ই আগস্ট পর্যন্ত চলবে এই উৎসব।

যেখানে আগত অতিথিরা তিন দিন থাকা খাওয়ার পাশাপাশি গান-বাজনা, মিউজিয়াম ভিজিট, ডুয়ার্সের গল্প, ভিলেজ ট্যুর, ডুয়ার্সের বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। কর্তৃপক্ষ জানাচ্ছেন একজনের একদিনের এসি রুমে থাকা খাওয়া খরচ পড়বে পনেরশো টাকা, নন এসিতে তেরোশো টাকা।

তিন দিনের পার হেড এসি রুমে থাকা খাওয়া ৩ হাজার ৯৯৯, এবং নন এসিতে ৩৪৯৯

ইলিশ থেকে বৈরালি মাছ, ডুয়ার্সের খাবার, মাংসও থাকছে। এর পাশাপাশি সান্ধ্যকালীন অনুষ্ঠান, লোকসংগীত শিল্পীদের গান শুনতে পারবেন। মিউজিয়াম ভিজিট, ভিলেজে ট্যুর ডুয়ার্সের গল্প ইত্যাদিও থাকছে।

সকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্য খাওয়া-দাওয়া এক অনন্য পরিবেশে থাকার অভিজ্ঞতা নিতে চলে আসুন। এই মুনসুন ফেস্টিভ্যাল। আসন সংখ্যা খুবই সীমিত। বুকিং এর জন্য অতি সত্বর যোগাযোগ করুন : 89061 56454/8509259115

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *