আজ শ্রাবণ মাসে প্রথম সোমবার

শ্রাবণ মাস হল অত্যন্ত শুভ একটি মাস। এই মাসকে শিবের প্রিয় মাস বলা হয়ে থাকে। এই মাসেই শিব এবং পার্বতীর আরাধনা গলে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই মাসে বিশেষ করে শিবের পূজা করা হয়।

 

🔴 স্তোত্র পাঠ একেবারে নির্ভুল হওয়ার বাঞ্ছনীয়। তাই স্তোত্র পাঠ সেভাবে করা সম্ভব না হলে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্র জপ করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক।

🔴 এদিন পুজোর পরে ভগবান শিবের আরতি করুন। এই দিনে নুন খাবেন না। এদিন উপবাসের পরে পুজো করে নিরামিষ খাবার গ্রহণ করুন। উপোস ভেঙে ফল, সাবুদানা, দুধ, দুগ্ধজাতীয় খাবার খেতে পারেন। তবে কোনও ভাবেই তেল, ভাত, ওটস, বার্লি, ময়দা খাওয়া যাবে না। মদ্যপান একেবারে নিষেধ। আদা-রসুনও বাদ দিতে হবে।

🔴 শিবের আরাধনায় কুমকুম বা সিঁদূর ব্যবহার করবেন না। শিব আদিযোগী, তাই সোহাগের প্রতীক সিঁদূর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন। শিবের পুজোয় নারকেল নিবেদন করতে নেই। নারকেল লক্ষ্মীর স্বরূপ। তাই শিব পুজোয় এটি ব্যবহার না-করার পরামর্শ দেওয়া হয়।

🔴 শ্রাবণ মাসের পুজো ছাড়াও অন্য যে কোনও সময়ে শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। ভোলানাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে। কেতকীর ফুল শিবকে নিবেদন করতে নই। শিবকে সাদা ফুল নিবেদন করা যায়।

🔴 শিবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ। এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করা উচিত নয়। শিবকে তিল নিবেদন করতে নেই। ভাঙা চাল কখনো নিবেদন করতে নেই।শিব যত সহজে খুশি হন, তেমনই ভুল-ত্রুটিতে ক্ষুব্ধও হন।

 

ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। উত্তরের সাংবাদে উল্লেখ করা কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *