অ্যামাজন নদীতে সন্ধান পাওয়া গেলো পিরানহা প্রজাতির প্যাকু মাছ

এই প্যাকু মাছ যদিও বহু আগেই মানুষের নজরে এসেছিলো, কিন্তু তা নিয়ে মোটেই গবেষণা করা হয় নি। সম্প্রতি তা মানুষের গবেষণার অন্তর্গত হয়। বিজ্ঞানীদের তথ্যমতে, ১৮৪১ সালে আমাজনে প্রথম এই মাছের সন্ধান পাওয়া গেলেও এত দিন নানা কারণে দৃষ্টির বাইরে ছিল। নিওট্রপিক্যাল ইচথেলজি জার্নালে নতুন মাছের তথ্যাদি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর গভীরে পিরানহার মতো দেখতে ভয়ানক এই মাছের খোঁজ মিলেছে। মানুষের মতো দাঁতযুক্ত নতুন মাছটির বৈজ্ঞানিক নাম ‘মাইলোপ্লাস সওরন’। প্যাকু প্রজাতির এই মাছ প্রায় দু’শ বছর ধরে আমাজন নদীতে থাকলেও এত দিন পিরানহা বলে ভুল করতেন বিজ্ঞানীরা।

 

পিরানহা প্রজাতির হলেও এই মাছ আর পিরানহা সম্পূর্ণ আলাদা। যুক্তরাজ্যের লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী রুপার্ট কলিন্স বলেন, প্যাকু মাছের শরীরে কমলা রঙের সূক্ষ্ম দাগ রয়েছে। প্যাকু আর পিরানহা একই পরিবারের সদস্য। পিরানহাকে প্রায়ই আক্রমণাত্মক ও রক্তপিপাসু শিকারি বলে মনে করা হয়। যদিও এই মাছ আসলে সর্বভুক ও প্রধানত উদ্ভিদভিত্তিক খাদ্য পছন্দ করে। প্যাকু মাছে মানুষের মতো দাঁত দেখা যায়।

নতুন গবেষণায় তিনটি প্যাকু প্রজাতির মাছকে তালিকাভুক্ত করা হয়েছে। গবেষকেরা এখনো নিশ্চিত নন তিনটি মাছ কতটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তবে মাছগুলোকে একই পূর্বপুরুষের বংশধর বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *