আর জি কর কাণ্ডে ফের মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগের করা একটি মন্তব্য নিয়ে তো মূল বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি ট্রোলড এর শিকারও হয়েছে মহারাজ। পুনরায় আরজিকর কান্ডে মন্তব্য দিয়ে তিনি বললেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং চাইলেন দোষীর কঠোরতম শাস্তি।

সেই সময় কী বলেছিলেন সৌরভ?

সৌরভ সেদিন বলেছিলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।’ তিনি আরও বলেছিলেন, একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে। এরপর থেকে ট্রোল্ড এর শিকার হতে থাকেন সৌরভ।

কদিন পরেই আবার মুখ খুলে তিনি বললেন, জানিনা আমার মন্তব্যের কি ভুল ব্যাখ্যা করা হয়েছে। দোষীর শাস্তির দাবি জানাচ্ছি। দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে এমন কাজ আগামী দিনে কেউ করতে না পারে। তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে। আশা করি দোষীকে চিহ্নিত করে শাস্তি হবে।

তবে অনেকেই মনে করছেন নিজের মন্তব্যের ভুল বুঝতে পেরে তিনি ভুল স্বীকার করে নতুন করে মন্তব্য করছেন। যদিও সৌরভের দাবি তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি দোষীর শাস্তির দাবি জানিয়েছেন আগে থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *