দেড় দিনের মাথায় এখনো স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত রয়েছে জুনিয়র ডাক্তাররা!

 

দেড় দিন কেটে গিয়েছে। রোধ ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা। তারা তাদের পাঁচটি দাবিতে অনর রয়েছে। তাদের পরিষ্কার বক্তব্য যতক্ষণ না তাদের দাবি রাজ্য সরকার মানছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে।

যদিও সরকারের তরফ থেকে ইমেজ দেওয়া নেওয়া হলেও কোনরকম সূরাহা মেলেনি। কখনো না বানানোর তরফ থেকে বৈঠক করার জন্য ইমেইল এসেছে ।আবার কখনো রাজ্য সরকারকে আন্দোলনকারীরা শর্তে বেঁধে দিয়েছে। এতকিছুর পরেও কোন রকম সুরাহা মেলেনি

তবে গতকাল সরকারের তরফ থেকে একটি বৈঠক করা হয়। এখানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারা বৈধতার মাধ্যমে জানিয়েছে যে এই আন্দোলনের পেছনে কোন রাজনীতি খেলা লুকিয়ে রয়েছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে খোলাখুলি ভাবে ডাক্তারদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে। কোন শর্ত সাপেক্ষ রাখা হয়নি।

অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের দাবি, সরকারের কাছে সমস্ত কিছু পরিষ্কার। এক মাস হয়ে গেল ।এখনো পর্যন্ত তরুণী চিকিৎসককে ধর্ষণ করেছে এবং খুন করেছে ,সে বিষয়ে কোন কিছুই সামনে আসেনি। ডাক্তারদের এই আন্দোলন করার বিষয়কে জেদ না বললে ভালো হবে। পাশাপাশি এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সকলের অভিভাবক, সে ক্ষেত্রে উনি থাকবেন কি না,তার নিশ্চয়তা নেই। এটা কোনও জেদ নয়,এটা অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *