টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী পদ সামলাচ্ছেন তিনি। এর আগে আমাদের দেশে টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একমাত্র জওহরলাল নেহরু। অর্থাৎ সেই রেকর্ড ছুঁয়ে ইতিহাস গড়লেন মোদী ৷

নরেন্দ্র মোদী ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। বারাণসী থেকে জিতে তিনি সাংসদ হন। সেবারই তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেন। এরপর ২০১৯ সালেও তিনি জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন। ২০২৪ সালে যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২৪০ আসন পেয়েছে তারা। এনডিএ-র শরিক দল অন্ধ্রপ্রদেশের টিডিপি এবং বিহারের জেডি(ইউ)-র   সমর্থনে সরকার গড়ছে এনডিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *