ট্রাকের নিচে কাপড়ে নিজেকে বেঁধে ভারতে অনুপ্রেবেশের চেষ্টা

গত ৫ তারিখ শেখ হাসিনা দেশ ছাড়ার পরে সেই দেশে এখন অরাজক পরিস্থিতি। বহু মানুষ লুকিয়ে ভারতে ঢুকে পড়ছে। ওই দিকে BSF এর আছে কড়া নজর। মাছিও যেন গলতে না পারে…’, ঠিক এমনই কড়া বার্তা দিয়েছিল বিএসএফ। তাই বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে যাতে দেশে অনুপ্রবেশ কোনও ভাবেই না ঘটে সেই নিয়ে তৎপর তারা। তবুও ওপ্রান্তের বাসিন্দাদের একাংশের চেষ্টা চলছে যাতে কোনও ভাবে ভারতে প্রবেশ করা যায়। এবার দেখা গেল নয়া পদ্ধতি। খালি ট্রাকের তলায় কাপড় দিয়ে নিজেকে বেঁধে দেশে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশির।

 

আত্মরক্ষার আপ্রাণ চেষ্টা করেও সে ব্যর্থ হলো। সীমান্তে কড়া নজর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। চলছে দফায়-দফায় তল্লাশি। সেই কারণেই কি নতুন পদ্ধতি অনুপ্রবেশকারীদের? ভারতীয় ট্রাক যেগুলি বাংলাদেশে সামগ্রী খালি করে ভারতে ফিরছে,সেগুলির তলায় নিজেদের কাপড়ের সঙ্গে মুড়ে বেঁধে সীমান্ত পেরনোর চেষ্টা অনুপ্রবেশকারীদের। দক্ষিণ দিনাজপুরের হিলি প্রান্তে ধরা পড়ল এমনই ছবি। অভিযুক্তের নাম লাবলু মিঞা। তার বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। জানা গিয়েছে, খালি ট্রাকের তলায় নিজেকে বেঁধে রেখেছিল ওই অনুপ্রবেশকারী। হিলি সীমান্ত ইন্টিগ্রেটেড চেকপোস্টে সীমান্ত রক্ষী বাহিনী খালি ট্রাকগুলি তল্লাশি করতেই ওই বাংলাদেশিকে ধরে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *