‘নরকের সব শয়তানরা এখন বাংলায়’ – রাজ্যপাল

কোচবিহারের মাথাভাঙ্গা ও উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনার পরে সত্যিই শান্তিপ্ৰিয় মানুষ উদ্বিগ্ন। সেই প্রেক্ষিতেই দিল্লি থেকে এক ভিডিও বর্তায় রাজ্যপাল বাংলার সামগ্রিক সামাজিম অবস্থা নিয়ে বলেন, “বাংলার রাস্তায় রক্তস্নান চলছে। বাংলার গ্রাম-গঞ্জে রাস্তায় মরণ নাচন চলছে। এখানে কি আদৌ কোনও পুলিশমন্ত্রী আছেন? এই অশান্তি থামানো কি তাঁর দায়িত্ব নয়? নরক শূন্য হয়ে গিয়েছে, সব শয়তানরা এখানে এসে গিয়েছে। জঙ্গলও এর থেকে ভাল। জঙ্গলে কোনও প্রাণী শুধুমাত্র রোমাঞ্চিত হওয়ার জন্য কাউকে মারে না। শুধুমাত্র এখানেই রোমাঞ্চের জন্য মারা হচ্ছে মানুষকে। এটা চলতে পারে না। সরকারকে এর জবাবদিহি করতে হবে।” এমন তীব্রতর আক্রমন আগে রাজ্যপাল করেন নি। স্বাভাবিক কারণেই রাজ্যপালের এই আক্রমন নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

তৃণমূল কাল বিলম্বা না করে এর জবাব দিয়েছে। পুলিশমন্ত্রীর ভূমিকা নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলতেই শান্তনু সেন পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপির তল্পিবাহকতা করার জন্য, বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে, বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে কোন অধিকারে এ ধরনের অপমান করেছেন? এর জবাব আপনাকে দিতে হবে বাংলার মানুষের কাছে।” কিন্তু নাগরিক মহলের প্রশ্ন হচ্ছে, আপনারা তর্ক বিতর্ক না করে বাংলার কোণায় কোণায় জন্ম নেওয়া কয়েক হাজার শেখ শাজাহান, জেসিবি(তাজমুল) নির্ভরতা ছেড়ে ওদের নতুন আইনে জেলে ভরুন। তাহলেই বাংলা থেকে তালিবানি অত্যাচার চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *