নিরামিষের দিনে দুধ দিয়ে বানিয়ে ফেলুন ঠাকুমাদের সময়ের এক বিশেষ পদ!

নিরামিষ খেতে হবে ! কথাটা শুনলেই অনেকের মুখ ভার হয়ে আসে। কিন্তু এবার এই নিরামিষের দিনেই বানিয়ে ফেলুন এমন এক রান্না যা লেগে থাকবে আপনার জিভে। দুধ দিয়ে বানিয়ে ফেলুন ঠাকুমাদের সময়ের শুক্ত।

একবার চেখে দেখুন না হয়। স্বাদ মুখে লেগে থাকবে। জেনে নিন সহজ পদ্ধতিতে দুধ শুক্তো বানাবেন কীভাবে।

উপকরণ : দুধ ১৫০ গ্রাম, সজনে ডাঁটা, গাজর, উচ্ছে বা করলা, পটল, বেগুন, কাঁচকলা,রাঙা আলু, পাঁচফোঁড়ন, তেল ও লবন

 

প্রণালী : কড়াইয়ে তেল ঢেলে প্রতিটি সবজি আলাদা আলাদা করে ভেজে নিন। তবে ভাজা যেন কড়া না হয়ে যায়। একটু নরম করেই ভাজতে হবে। এবার পাঁচফোড়ন গুঁড়ো করে নিন।

এরপর কড়াইয়ে তেল নিয়ে তাতে পাঁচফোড়ন গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন।গরম তেলে পরিমাণ মতো লবন, হলুদ, দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে একে একে ভাজা সবজিগুলি দিয়ে দিন।একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন কড়াই।

সবজি সেদ্ধ হয়ে আসলে তাতে দুধ ঢেলে দিন।দুধ দেওয়ার পর ভাল করে ফুটতে দিন। ভাল করে ফুটে উঠলে পরিমাণ মতো চিনি আর ওই পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছু ক্ষণ নাড়িয়ে নিন। ঝোল একটু ঘন হয়ে এলে, নামিয়ে নিলেই ব্যস তৈরি দুধ শুক্তো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *