নীতি আয়োগে চরম অপমান বাংলার মুখ্যমন্ত্রীর, ৫ মিনিটেই বন্ধ মাইক, ক্ষুব্ধ হয়ে নীতি আয়োগের বৈঠক থেকে করলেন ওয়াক-আউট !

I.N.D.I.A জোট থেকে বাকি কেউ না গেলেও, মমতা বন্দ্যোপাধ্যায় NITI আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন।ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। কিন্তু আজ নীতি আয়োগের বৈঠকে কথা বলার সময় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মমতা।এ দিন নীতি আয়োগের বৈঠক শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যেই বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়ে বলেন,” আর কোনওদিন এই বৈঠকে যোগ দেব না”।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তাঁর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ২৫ মিনিট কথা বলেন। এর পর অসম, গোয়া, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীরাও ১৫ মিনিট-১২ মিনিট করে কথা বলেন। কিন্তু তিনি বলতে শুরু করার পর পাঁচ মিনিটও কাটেনি, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়”।

এদিন মমতা বলেন, “মিটিং বয়কট করে এলাম আমি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধরে রাখে, সব রাজ্যের স্বার্থের কথা ভেবে গিয়েছিলাম। বিরোধীদের তরফে একমাত্র আমিই ছিলাম। রাজনৈতিক বাবে কেন পক্ষপাতিত্ব করছে সরকার? বাজেটে কেন পক্ষপাতিত্ব করা হয়েছে? আমাদের সঙ্গে কেন বৈষম্য হচ্ছে, জানতে চাই। প্রত্যেক রাজ্যের হয়ে কথা বলেছি। কারণ আপনারা নির্দেশ দেন, কাজটা আমাদের করতে হয়। আগে প্ল্যানিং কমিশন ছিল, এখন নীতি আয়োগের অর্থনৈতিক ক্ষমতা নেই। হয় তাকে অর্থনৈতিক ক্ষমতা দিন, নইলে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনুন। গত তিন বছর ধরে আমার রাজ্যকে ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনার টাকা আটকে রাখা হয়েছে। এভাবে সরকার চলে না। এমন বৈষম্য করলে দেশ চলবে কী করে, জানতে চাই। এর পরই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অন্যায়, এটা অপমান। আগামী দিনে আর কোনও বৈঠকে থাকব না আমি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *