বহু বছরের অপেক্ষার অবসান। উদ্বোধন হলো তুফানগঞ্জ-১ ব্লকের উল্লারখাওয়া সেতুর! সোমবার দুপুরে উল্লারখাওয়া সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। সোমবার সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে সকাল থেকেই সাজে সাজে রব ছিল এলাকায়। একদিকে প্যান্ডেল, আরেকদিকে সেতুজুড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে এলাকা। সেতুর দু’দিকে লাগানো হয়েছে ফলক।এতদিনের স্বপ্নপূরণ হওয়ায় খুশি এলাকাবাসী।

তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের উল্লারখাওয়াঘাট এলাকায় রায়ডাক- ১ নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ৮ কোটি ৮৭ লক্ষ ৬১ হাজার টাকায় সেতুর শিলান্যাস করেছিলেন তৎকালীন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ২০১৭ সালের ২ ডিসেম্বর এই শিলান্যাসের পর দীর্ঘ ৬ বছর ৮ মাস পর সেতুর উদ্বোধন নিয়ে এলাকায় খুশির হাওয়া বইছে। যদিও উদ্বোধনের আগেই ১২ মার্চ জনগণের যাতায়াতের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছিল।তুফানগঞ্জ-১ ব্লকের সঙ্গে তুফানগঞ্জ-২ ব্লকের যোগাযোগ ব্যবস্থার সহজতম মাধ্যম। এই সেতু ব্যবহার করে তুফানগঞ্জ ২ নং ব্লকের পাশাপাশি আলিপুরদুয়ারে যাতায়াত করা যাবে। উপকৃত হবেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

 

এদিন সেতুর উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ইশর সহ স্থানীয় নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *