বাজেট পেশের বিরুদ্ধে বুধবার সংসদের সিড়িতে বিক্ষোভ ‘INDIA ‘ জোট!

 

গতকাল অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী সীতারাম। এই বাজেট সাধারণ মানুষদের জন্য নয়, সম্পূর্ণ শরিকদের সন্তুষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। এমনই দাবি করে বিরোধীদলেরা। বন্যা নিয়ন্ত্রণে অসম, হিমাচল,অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ করা হয়েছে। কিন্তু বাংলা বিরোধী দলগুলির শাসিত রাজ্যগুলি বাদ পড়ে গিয়েছে।

 

বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করা হয়েছে, এই অভিযোগ এনেই আজ সংসদে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট।সকাল সাড়ে ১০টায় তারা সংসদের সিড়িতে বিক্ষোভ কর্মসূচি করবেন।

মঙ্গলবার বাজেট পেশের পরই নয়া দিল্লির ১০ রাজাজি মার্গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে হাজির হয়েছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে শুরু করে কেসি বেণুগোপাল, শরদ পওয়ার, শিবসেনা (ইউবিটি)-র সাংসদ সঞ্জয় রাউত, অরবিন্দ সাওয়ান্ত, ডিএমকের সাংসদ টিআর বালু ও তিরুচি শিবা, জেজেএম-র সাংসদ মহুয়া মাজি, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির সঞ্জয় সিং ও রাঘব চাড্ডা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *