তৃতীয়বারে মোদি সরকার সংসদ ভবন থেকে দিলেন নতুন বার্তা !

তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠিত করেছে। সেই অনুযায়ী আজ সরকার শপথ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সংসদে শুরু হল ১৮ তম অধিবেশন।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকাল ১০টা নাগাদ প্রোটেম স্পিকার হিসেবে বিজেপির ভতৃহরি মহতাবকে শপথ পড়ালেন। আপাতত প্রোটেম স্পিকার লোকসভার কাজ চালাবেন।নতুন সংসদ ভবনে সোম ও মঙ্গলবার সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন সাংসদ হিসেবে নরেন্দ্র মোদিও শপথ নিলেন। অধিবেশনের শুরুতেই সংসদ ভবনের বাইরে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রী মোদি ১৮-র গুরুত্ব বোঝালেন। বিরোধীদের বিরুদ্ধে দিলেন বার্তা।

একক সংখ্যাগরিষ্ঠতায় নয়, তৃতীয়বার জোটসঙ্গীদের উপর ভর করে দেশের ক্ষমতায় এসেছে বিজেপি। ফের প্রধানমন্ত্রীর চেয়ার বসেছেন নরেন্দ্র মোদি। সোমবার থেকে ১৮ তম সংসদ অধিবেশন শুরু হয়েছে। লোকসভা ভোটের ফলপ্রকাশ ও সরকার গঠনের মাঝেই দেশে NEET, NET-সহ একাধিক সর্বভারতীয় স্তরের পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি, রেল দুর্ঘটনার মতো বড় কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে। তার জের প্রথম দিন থেকেই অধিবেশনে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। বিরোধীরা এনিয়ে সরকারকে চাপে ফেলতে প্রস্তুত।

তাই শুরুতেই প্রধানমন্ত্রী মোদির বার্তা, ”আমরা চাই, বিরোধীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। গণতন্ত্রকে মজবুত করার জন্য বিরোধীদের শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজে সাহায্য করবে। সংসদে স্লোগান নয়, মতামত চাই।” আঠেরোর গুরুত্ব বোঝাতে গিয়ে মোদি বলেন, ”১৮ তম লোকসভা অনেক দিক থেকে বৈচিত্র্যময়। যুব সাংসদদের সংখ্যা বেশি। গীতায় ১৮টি অধ্যায় রয়েছে। পুরাণ-উপপুরাণের সংখ্যাও ১৮। ১৮ বছর বয়সে আমরা সাবালক হই, ভোটদানের অধিকার পাওয়া যায়। আবার ১৮-র অর্ধেক ৯। ৯ হল দুই অঙ্কের ঠিক আগের ধাপ। এসব সংখ্যার অনেক গুরুত্ব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *