আগামী পয়লা জুন রাজ্যে শেষ দফার ভোট। প্রতিটি দল কলকাতাকে পাখির যোগ করে তাদের নিজস্ব প্রচারে ব্যস্ত। তেমনি গেরুয়া শিবিরের প্রধান নরেন্দ্র মোদী ও বঙ্গ সফরে আসতেন বারবার।গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে জনসভার পর বিকেলে উত্তর কলকাতায় রোড শো করলেন।

১ জুন শেষ দফার ভোটগ্রহণ, তার একদিন আগে বন্ধ প্রচার। প্রচারপর্ব মিটলে ধ্যানে বসতে চান মোদি। দেশের দক্ষিণপ্রান্ত কন্যাকুমারীকায় ৩ দিন ধ্যানে বসবেন তিনি।

২০১৯ সালে প্রধানমন্ত্রী উত্তরখাণ্ডে যে গুহায় ধ্যানমগ্ন হয়েছিলেন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৭০০ ফুট উঁচুতে ছিল। হিমালয়ের বুকে সেই গুহা প্রধানমন্ত্রী ধ্যান করার পর জনপ্রিয়ও হয়েছিল। বিবেকানন্দর রক-এ এবার ঠিক তেমনভাবেই ধ্যানমগ্ন হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সাধারণ মানুষের বিশ্বাস গৌতম বুদ্ধের জীবনে সারনাথের যে গুরুত্ব, স্বামীজির জীবনে বিবেকানন্দ রক-এর সমান গুরুত্ব। এই পাথরের ওপর ৩ দিন ধ্যানমগ্ন থেকে স্বামীজি এক উন্নত ভারতের স্বপ্ন দেখেছিলেন। সেই একই স্থানে একই পাথরের ওপর ৩ দিন ধ্যানমগ্ন হবেন মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *